বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ধর্মপাশা ও নেত্রকোনায় ৩৮টি শাখা কেন্দ্রে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে পুরো বাংলাদেশ চোরমুক্ত হবে”- সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম রায়পুরে ডেভিড হান্ড অপারেশনে গ্রেফতার তিন। মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার সিইউএফ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। নোয়াখালীতে  অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যানসহ  আটক ৭ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)   বরখাস্ত হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১নৌযানে আ’গুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এর অ্যালমনাই অ্যাসোসিয়েশন সংক্ষেপে (CSEAA-PU) এর পক্ষ থেকে নব-নির্বাচিত সভাপতি রিচার্ড বিশ্বাস সহ একটি প্রতিনিধি দল নগরীর জি.ই.সি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মাননীয় উপাচার্য একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এতে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ তৌফিক সাঈদ।
এ সময় সংগঠনের নব-নির্বাচিত সভাপতি রিচার্ড বিশ্বাস সংগঠনের গঠনতন্ত্রের কপি ও নব-নির্বাচিত কার্যকরী সদস্যবৃন্দের তালিকা উপাচার্য মহোদয় এর নিকট হস্তান্তর করেন ও সংগঠনের কার্যকলাপ সম্পর্কে উপাচার্য মহোদয় কে অবহিত করেন।
উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন স্যার অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কার্যকরী সদস্যদের অভিনন্দন জানান ও সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে দিক-নির্দেশনামূলক উপদেশ প্রদান করেন। উপাচার্য মহোদয় এ সাক্ষাতে CSEAA-PU সংগঠনের সকল প্রয়োজনে সহায়তা করার আশ্বাস দেন। তিনি বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে অ্যালমনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় তিনি সংগঠনের প্রশংসা করে পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় সমূহের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা ও কার্যকলাপ তুলে ধরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অ্যালমনাই অ্যাসোসিয়েশন এর কার্যক্রম কে আরো গতিশীল ও সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রমে অবদান রাখতে পরামর্শ প্রদান করেন।
উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ তৌফিক সাঈদ এই বিষয়ে সহমত পোষণ করেন।

পরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মাননীয় উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন স্যার বাংলা একাডেমি প্রদত্ত “সাহিত্যিক মোহাম্মদ বরকত উল্লাহ প্রবন্ধসাহিত্য” পুরষ্কারে ভূষিত হওয়ায় অ্যালমনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ হতে সভাপতি রিচার্ড বিশ্বাস উপাচার্য মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বলেন, “আমরা প্রফেসর ড. অনুপম সেন স্যারের এই সাফল্যে গভীরভাবে আনন্দিত। তিনি একজন কৃতি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী। তাঁর এই পুরস্কার অর্জন আমাদের সবাইকে গর্বিত করেছে। আমরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য কামনা করি।”

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো তৌহিদুল ইসলাম ও আব্দুল কাদের আকিব, সাংগঠনিক সম্পাদক মো সাজ্জাদুল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সমর দাশ, সহ-দপ্তর সম্পাদক আবীর দাশ,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌমেন পাল ও সদস্য পাপ্পু দাশ রিমন।

উল্লেখ্য, প্রফেসর ড. অনুপম সেন স্যার একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নজরুল পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..