বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিইউএফ স্কুল ও কলেজে বুধবার (১৮অক্টোবর) আনন্দ র্যালী, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, ছাত্র-ছাত্রীর মধ্যে কেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করেন সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মোঃ মঈনুল হক মহাব্যবস্থাপক (প্রশাসন)। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিইউএফ স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আকতার হোসেন।অনুষ্ঠানের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন প্রভাষক (আইসিটি) জনাব মো: মশিউর রাহান।এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।