রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর শাপলা যদি প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও পারবে না: সারজিস আলম সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল, পদ্মা সেতুর পাশে মাঝিরঘাট জিরো পয়েন্টে ভয়াবহ নদীভাঙন – জীবন ও জীবিকার সংকট লোহাগড়ায় বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি

গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

আরাফাত হোসেনঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ঢাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় প্রেস কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল হাসান বুলবুল। এই দিন রাজধানী ঢাকার ৬০ জন সাংবাদিকদের নিয়ে কর্মশালা হয়।সারাদিন কর্মশালা শেষে ৬০ জন সাংবাদিকদের হাতে প্রেস কাউন্সিল প্রশিক্ষন সনদ তুলে দেন। এই সময় কর্মশালা পরিচালনা করেন প্রেস কাউন্সিল সুপারিন্টেন্ডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন।

এই সময় প্রধান অতিথি বিচারপতি নিজামুল হক নাসিম বলেন বঙ্গবন্ধু ১৯৭৪ সালে আইন পাশ করে ১৯৭৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠা করেন।তখন বঙ্গবন্ধু এটা করেছেন দেশের সংবাদপত্র, সাংবাদিকদের আচরন, নিয়মনীতি মানার জন্য প্রতিষ্ঠা করেন।বাংলাদেশে একমাত্র সাংবাদিক বান্ধব, সংবাদ জনপ্রিয় মানুষ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবাদ পত্র ও সাংবাদিকদের মান উন্নয়ন সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে বঙ্গবন্ধু কাজ করেছেন।

তিনি আরো বলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য কাজ করছে করে যাবে।প্রেস কাউন্সিলে বিচারপতির নেতৃত্বে ৯ জন গভনিং বডির সদস্যকে নিয়ে কাজ করা হচ্ছে। বর্তমানে দেশে পত্রিকা যে পরিমান বাড়ছে এটা নিয়ন্ত্রণে প্রেস কাউন্সিল কাজ করছে।তাই সকলে প্রেস কাউন্সিলের নীতিমালা ও আচরণবিধি মেনে সাংবাদিকতা করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..