রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন , ই-পেপার

খুলনার পাইকগাছায় পিতা মাতার উপর অভিমান করে দশম শেণী পড়ুয়া ছেলের আত্মহত্যা

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছায় শিক্ষা সফরে যেতে সম্মতি না দেয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে দশম শ্রেণী পড়ুয়া ছেলে প্রান্ত মন্ডল (১৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬ টার সময়, তার পড়ার ঘরের আড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ছেলেটি। সে উপজেলার লস্কর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঠাকুরুন বাড়ী গ্রামের আনন্দ কুমার মন্ডলের ছেলে ও লক্ষীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের দশম শ্রেণীর পড়ুয়া ছাত্র। সকালে প্রান্ত’কে বাড়ীর লোকেরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করে। ১৬ ফেব্রুয়ারী বিদ্যালয় থেকে কুষ্টিয়ার সেলাইদাহ কুটিবাড়ী শিক্ষা সফরে যাওয়ার কথা। বাবা মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তাদের উপর অভিমান করে ছেলেটি এ পথ বেছে নিয়েছে। অত্র ইউনিয়নের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..