হঠাৎ চলে গেল এমন তাজা প্রান। মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি১ নং উত্তর হামছাদী ইউনিয়ন মীরগঞ্জ বাজার কমিটির সভাপতি এবং১ নং উওর হামছাদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়াডের জনপ্রিয় নবনির্বাচিত মেম্বার ওমর ফারুক পোদ্দার (২৬) ব্রেইন স্ট্রোক করে ঢাকা নেওয়ার পথে আজ সন্ধ্যা ৬,৩০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নাইলাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।)
ওমর ফারুক পোদ্দার মেম্বার মৃত্য কালে এক স্ত্রী ও এক শিশু সন্তান ও পিতা মাতা রেখে গেছেন।