জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাজরাপুর গ্রামে অবস্থিত বাংলা হোপে বসবাসরত এতিম শিশুদের মাঝে উন্নতমানের শিশু খাদ্য ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় আইডিএলসি নামের একটি বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাংলা হোপের হলরুমে প্রধান অতিথি জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূর-আলম সকল এতিম শিশুদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থার হোপের নির্বাহী পরিচালক সুচিত্রা সরেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় এ সমাজের সকল বিত্তবানদের এমন এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি পুলিশ সুপার নূরে আলম,সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইসতিয়াক আলম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, আইডিএলসির এরিয়া ম্যানেজার খন্দকার সজিব আহমেদ,বাংলা হোপের অর্থ বিভাগের প্রধান ড. লিটন প্রসাদ মৌয়ালী, সার্বিক সহযোগিতা বিভাগের নির্বাহী পনুয়েল বাডৈসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।