শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থী কে এম ফয়জুল হক রোমের নির্বাচনী অফিস ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ  নড়াইলে চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যান এর পেছনে ট্রাকের ধাক্কায় নি*হত ১ জোবিঅ সোনারগাঁও এর উদ্যোগে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলমান । বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে মোংলা থানার ওসি (তদন্ত) ক্লোজড বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে আলী সরদার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার লোহাগড়ায় বিয়ের ৫ মাস না পেরোতেই দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন সাভারে তিনশত পিছ ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদন সেরা ৫ জন কৃষকে পুরস্কার বিতরণ

সিলেট দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

(বিশেষ প্রতিনিধি সিলেট জেলা)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জ উপজেলার সকল চেয়ারম্যান ও সদস্য বৃন্দের সাথে ওয়াছিমা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা আয়োজন করেন। তখন তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা বাঙ্গালী হতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি তাহলে ২০৪১ সালের আগেই এই দেশটাকে সোনার বাংলা হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবো । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলশ প্রচেষ্টা এদেশ উন্নত দেশে পরিনত হতে আর বেশী দিন নয়।
জেলা পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁনের সঞ্চালনায়,
বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, এডভোকেট মোহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, এডভোকেট মনসুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জাহিদ আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু মিয়া, কাউন্সিলর রুহিন আহমদ খান, ফুলবাড়ি ইউনিয়ন সুমি বেগম, এনামুল কবির, গোলাপগঞ্জ ইউনিয়ন সদস্য ফোরামের পক্ষ থেকে ইসমাইল আলী প্রমুখ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..