শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী ড. ফরিদুজ্জামান ফরহাদ দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের, জানালো বিএনপি শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান

গাইবান্ধা গোবিন্দগঞ্জে অপরিচয়হীন অচেতন ব্যক্তি উদ্ধার

ইসমাইল গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট রোডে অচেতন অবস্থায় নাম পরিচয়বিহীন এক ব্যক্তিকে উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগীহাট এলাকার চৌহুদপুর পাকা রাস্তার পাশ থেকে পরিচয়হীন ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগী হাট এলাকার চৌহুদপুর পাকারাস্তারপাশ থেকে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে এস আই তরুণ নাম পরিচয়হীন ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, বিকালে স্থানীয়রা থানায় খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিনের কোন একসময় কে বা কারা তাকে অচেতন করে উক্ত স্থানে রাস্তার পাশে ফেলে রেখে যায়। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে চেতনানাশক কোন কিছু খাওয়ানো হলে সে অচেতন হয়ে পড়ে। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..