শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি, আকাশসীমা বন্ধ করল মধ্যপ্রাচ্যের ৪ দেশ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের বিচার চান রিজভী লোহাগড়ায় তিলক্ষেত থেকে প’চা-গ’লা অবস্থায় মহিলার লা’শ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কচাকাটা থানার শিবের হাট গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

মাদারীপুরে তৃতীয় লিঙ্গের খপ্পরে পড়ে৷ গোপনাঙ্গ হারিয়েছে,মাদ্রাসা ছাত্র

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

সোমবার (৪ এপ্রিল) দুপুরে ইয়াসিনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার।ভুক্তভোগী ইয়াসিন আরাফাত(১৭)মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকার রেজাউল মোড়লের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ।

ইয়াসিনের পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার খলিল নপ্তীর ছেলে ভ্যানচালক নুরু নপ্তীর সাথে সখ্যতা ছিলো ইয়াসিনের। নুরু নপ্তী তার ভ্যান দিয়ে মাদারীপুরের মঠেরবাজার এলাকার জুঁই হিজরা(তৃতীয় লিঙ্গ) ও তার দলবলদের বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। পরে ইয়াসিনকে জুঁই হিজরার (তৃতীয় লিঙ্গ) সাথে পরিচয় করিয়ে দেন। গত বৃহস্পতিবার ইয়াসিনকে চিকিৎসার কথা বলে জুঁই হিজরা(তৃতীয় লিঙ্গ) নুরু নপ্তীকে দিয়ে খুলনা জেলার একটি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে ইয়াসিনের বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক অচেতন করে তার গোপনাঙ্গ কেটে ফেলে। ঘটনার পরে ইয়াসিনের জ্ঞান ফিরলে, বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করে ইয়াসিন। পরে শুক্রবার বিকেলে নুরু নপ্তী তাকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় ফেলে পালিয়ে যায়।

ভুক্তভোগী ইয়াসিন আরাফাত বলেন, আমাকে চিকিৎসার নাম করে নুরু নপ্তী ও জুঁই হিজরা এই সর্বনাশ করছে। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, আমার মতো আর কোনো ভাইয়ের যেন এমন ক্ষতি না হয় প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (এস আই) দীপংকর রোয়াজা বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতালে পরিদর্শন করেছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আমরা আইনআনুগ ব্যবস্থা গ্রহন করবো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..