বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি নেত্রকোনা–৪ আসনে নায়েকপুর ও তিয়শ্রীতে বিএনপির প্রচারণা তাহমিনা জামান শ্রাবণীর কলেজে যাওয়ার কথা বলে আত্মগোপন, মুক্তিপণ নাটক সাজিয়ে ধরা পড়ল তরুণ একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-তারেক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি… নির্বাচনে তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ নির্বাচনে পুলিশ নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি নড়াইলে সভাপতি সম্পাদক পদের ৬ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার মদনে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী- তাহমিনা

নেত্রকোনা–৪ আসনে নায়েকপুর ও তিয়শ্রীতে বিএনপির প্রচারণা তাহমিনা জামান শ্রাবণীর

মদন (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা–৪ আসন (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) থেকে বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী মদন উপজেলার নায়েকপুর ও তিয়শ্রী ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
প্রচারণাকালে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আমার স্বামী আবার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। হাওর এলাকার মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও বঞ্চনার কথা আমরা খুব কাছ থেকে জানি। এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের জন্য আমরা নিরলসভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের ভোট ও দোয়ায় নির্বাচিত হতে পারলে জনসাধারণের পাশে থেকে হাওরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও মৎস্য খাতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবো। মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সংসদে জোরালো ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুলসহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও নায়েকপুর ও তিয়শ্রী ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং এলাকাবাসীও প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..