আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার সকাল ১১টায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জনাব মাওলানা মোঃ হানিফ উদ্দিন, সাবেক অধ্যক্ষ, গোলেরহাট ফাজিল মাদ্রাসা
জনাব মোঃ রফিকুল ইসলাম জুয়েল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কচাকাটা কলেজ
জনাব মোঃ মোশারফ হোসেন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা
জনাব মোঃ মাহমুদুন্নবী আতিক, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখা
মোঃ মাহবুবুর রহমান, পরিচালক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
জনাব মোঃ মাইনুল ইসলাম, প্রিন্সিপাল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
জনাব মোঃ সাহাবুল ইসলাম, প্রধান শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
জনাব মোঃ রাশেদুল ইসলাম রাসু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব (প্রস্তাবিত) কচাকাটা উপজেলা শাখা
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের সম্পদ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কচাকাটা থানার মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারই প্রমাণ।”
অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষা মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অবশেষে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।