শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জ ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীকে হত্যা!

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীকে হত্যা!

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একদল দুর্বৃত্তের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন অপূর্ব নামে ছাত্রদলের একজন কর্মী। এসময় স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সম্রাট নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় ধর্ষণবিরোধী মিছিল থেকে বাড়ি ফেরার পথে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় হত্যার শিকার হন অপূর্ব।
জানা গেছে, অপূর্ব সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে এবং ছাত্রদলের কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজিব জানান, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ থেকে নেতা-কর্মীদের নিয়ে মশাল মিছিল বের হয়। ওই মিছিলে অপূর্বও ছিল।

তিনি বলেন,মিছিল শেষে আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দিকে যাচ্ছিলাম। তখন অপূর্ব আমাদের পেছনে হাঁটছিল। ওই সময় বালুর মাঠ এলাকায় একটি চায়ের দোকানের সামনে একদল দুর্বৃত্ত একজন বয়স্ক ব্যক্তির ওপর চড়াও হয়ে তার সাথে ঝগড়া করছিল। বিষয়টি দেখে অপূর্ব তাদের থামাতে যায়।

এসময় দুর্বৃত্তদের মধ্য থেকে একজন অপূর্বর বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা কয়েকজন গিয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় একজনকে আটক করে পুলিশে দিই এবং অপূর্বকে গুরুতর অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যাই।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন অপূর্বকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এসময় পিটুনিতে আহত অবস্থায় আরও একজনকে আনা হয়। তাকে চিকিৎসা দেয়ার পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..