সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের সহায়তায় ও সিংড়া স্মার্ট প্রেস ক্লাব এর পক্ষ থেকে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সেমিনার কক্ষে, সাংবাদিক খলিল মাহমুদ এর সভাপতিত্বে দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংড়া দীপ মেডিকেল সার্ভিসের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক, ডাঃ ফারজানা রহমান। এ সময় অন্যান্য দের মাঝে আরো উপস্থিত ছিলেন স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আইবার্তা পত্রিকার সিংড়া প্রতিনিধি সাংবাদিক আবুল বাশার, সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি আমিনুল হক, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মকুল হোসেন এবং বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার আমিনুল ইসলাম সহ প্রমুখ।
এই ক্যাটাগরীর আরো খবর..