বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় নাশকতা মামলায় যুবলীগের সভাপতিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জুলাইয়ে বীর শহীদদের প্রতি এবি পার্টির নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন বছর ধরে মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছেন কালাম নেত্রকোণায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে   জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে লিফলেট বিতরণ করেন সা’দত কলেজ বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শাহ আলম পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার চিত্রনায়িকা নিপুন সিলেটে থেকে আটক উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি)

সোনারগাঁও এর নয়াপুর ড্রাগস সমিতির  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া।

ইব্রাহীম:বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা
  • আপলোডের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে সোনারগাঁও  উপজেলার সাদিপুর  ইউনিয়নের নয়াপুর বাজারে ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে  (১০ আগস্ট) শনিবার বাদ জোহর  স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনারগাঁ থানার  বিএনপির যুগ্ম সম্পাদক ও সাদিপুর ইউনিয়নের সিনিয়র  সহ-সভাপতি  হাজী মোঃ সেলিম সরকার   বলেন ‘দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিতে সবচেয়ে বড় অবদান ছিলো ছাত্র-ছাত্রীদের। তাদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। অবৈধ সরকার নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গুলি করে অসংখ্য ছাত্র ও জনতাকে হত্যা করেছে। তারা বিএনপি নেতা-কর্মীদের উপর ব্যাপক হামলা, মামলা, গুম ও খুন চালিয়েছে। আইনের সুশাসন বিগত সরকারের আমলে ছিলোনা। ১৫ বছর তারা অবৈধভাবে ক্ষমতায় থেকে লুটপাট করে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। বর্তমানে যে সংঘাত ও লুটতরাজ চলছে তা কোনভাবে মেনে নেয়া যায়না।   নয়াপুর ঔষধ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যান। যদি কোন দুষ্কৃতিকারী বা আমাদের দলের কেউ অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা  নেয়া হবে। আমরা তাদেরকে প্রতিরোধ করতে টিম গঠন করে কাজ করবো। দেশকে নতুনভাবে গড়তে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি’।
সোনারগাঁ থানা বিএনপি নেতা মোহাম্মদ তাহের আলী এর  সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ হাবিবুর রহমান মাসুদ মোল্লা, ড্রাগ সমিতির সভাপতি মোঃ কবির হোসেন, বিএনপি নেতা জয়নাল মীর সাংবাদিক জাকির হোসেন জন্টু সাংবাদিক মোঃ ইব্রাহিম  ও নয়াপুর বাজার ঔষধ ব্যবসায়ী গন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়ায় শরিক হয়েছেন। অনুষ্ঠানটি মোঃ মনিরুজ্জামান ভূঁইয়ার সৌজন্যে অনুষ্ঠিত হয়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..