নড়াইলে বিলের মধ্যে থাকা ধান ক্ষেতে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন।
পরে বিমানে থাকা মাফুজ ও নাদিম নামের দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করে অন্য একটি হেলিকপ্টার যোগে যশোর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ ও বিমান বাহিনীর কর্মকর্তারা সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।