চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সিইউএফএল প্রিমিয়ারলীগ ২০২৩(সিজন-৪) টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিইউএফএল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।খেলায় সিইউএফএল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিইউএফএল বসুন্ধরা কিংস। এতে উপস্থিত ছিলেন, আনোয়ারুল আজিম সবুজ,সাবেক-সহ-সভাপতি,সিইউএফএল সিবিএ।আব্দুল হান্নান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিইউএফএল সিবিএ।মোঃ সাওার,সাধারণ সম্পাদক, প্রশাসন ক্রীড়া বিভাগ।আনিসুর রহমান জুয়েল, আইন সম্পাদক, সিইউএফএল সিবিএ।ধারাভাষ্যকার ছিলেন চান হরি মন্ডল।