লক্ষ্মীপুরের রায়পুরের সাংবাদিক সংগঠন রায়পুর সাংবাদিক ইউনিয়ন নির্বাচন ২০২৩-২৪ সেশন সভাপতি পদে দৈনিক ঢাকা পত্রিকার রায়পুর প্রতিনিধি জহির হোসেন সভাপতি ও দৈনিক আজকের প্রভাতের রায়পুর প্রতিনিধি ফারুক হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬শে আগষ্ট) বেলা তিনটা নাগাদ শুরু হয় সংগঠনটির নির্বাচন। এ নির্বাচনে দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী ভোট গ্রহন শেষ হয় বিকাল ৫ টায়। পরে সন্ধ্যা ৭ টা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। এতে মোট পাঁচটি পদে সরাসরি ভোটে লড়েছেন ১০ জন কলম সৈনিক। এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে এম এইচ রনি (দৈনিক নাগরিক ভাবনা), অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম (দৈনিক আজকের সংবাদ), দপ্তর সম্পাদক পদে রায়হান হোসেন (দৈনিক সংগ্রাম প্রতিদিন) জয়লাভ করেন।
অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডেইলি পিপলস পত্রিকার রায়পুর প্রতিনিধি আবু সাঈদ জুটন। যুগ্ম কমিশনার হিসেবে ছিলেন, আবদুর রহমান চৌধুরী তুহিন( দৈনিক মাতৃছায়া), শাহাদাত হোসেন শিমুল (দৈনিক শিক্ষা তথ্য), শরিফ হোসেন (দৈনিক দেশ সেবা)।
ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনূর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, একই ক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভুঁইয়া দুলাল,সহ-সভাপতি আবদুল করিম, বিশিষ্ট সাংবাদিক হৌসাইন আহমেদ নিক্সন,রায়পুর সাংবাদিক ক্লাবের সভাপতি আজম খান, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহমুদ সানি। রায়পুর থানার এসআই আতিকুল ইসলাম। আবদুল মান্নান প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদ জুটন বলেন,নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনূর রশিদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। নির্বাচিতদের অভিনন্দন। শুভ কামনা সকলের জন্য।