নাটোরের সিংড়ায় ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় শত বছর ধরে বাংলা জৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে এ মেলা বসে। এ মেলাকে ঘিরে এখন এ এলাকায় চলছে উৎসবের আমেজ।
উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিনগ্রামে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। চারু কারু কাঠ-বাস, প্রসাধনি, বেতের তৈরি আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি, মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে কয়েক শ’ স্টল।
নাটোরসহ আসপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়।
মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়াসহ প্রতিযোগিরা আসেন।
এবারের প্রতিযোগিতায় তিনটি গ্রুপে সর্বমোট ২৩ টি ঘড়া অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় তাড়া কান্দির ফরহাদের ঘোড়া প্রথম স্থান অধিকার করে।
মেলা কমিটির সভাপতি প্রাক্তন বিনগ্রাম সরকারি প্রথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক ও ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা ভিড় জমান।
এই ক্যাটাগরীর আরো খবর..