ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে,চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার আয়োজনে ২০শে মার্চ সোমবার সকালে মাদ্রাসা মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও চম্পকনগর চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃআব্দুর রহমান মিজান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য মোতাহের হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা আক্তার,শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশর মেম্বার,চম্পকনগর ইউনাইটেড ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মান্নান মাস্টার,এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ,অনুষ্ঠান শেষে বিদায় ছাত্র-ছাত্রী এবং দেশের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল কাইয়ুম।