শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে শিক্ষকদের সঙ্গে এমপি মাশরাফির মতবিনিময় সিংড়ায় পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের অভিযোগে- পিতা গ্রেপ্তার  রাজধানীতে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত বাঁশখালীতে প্রাইমারী শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধু বিষয়ক বই বিতরণে, “চট্টগ্রাম জেলা পরিষদ, পাইকগাছার কপিলমুনি বাজার মনিটরিং করেছেন -ইউএনও আল-আমিন সিরাজগঞ্জে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম. হারুন অর রশীদ এর স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির বিরুদ্ধে সদস্যদের অনাস্থা ও সংবাদ সম্নেলনঃ প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন  সাভারে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে জনসংযোগ করেছেন তুহিন

মহম্মদপুর জমিজমা সংক্রান্ত জের ধরে, আরিফুল কে কুপিয়ে হত্যা অভিযোগ 

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

বৃহস্পতিবার দুপুরে দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার চর কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল ওই গ্রামের হাসান মোল্যার ছেলে।

নিহতের স্ত্রী রাশেদা বেগম জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে একই গ্রামের ওসমান মাতুব্বরের সাথে তার স্বামীর দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর মধ্যে তিনদিন আগে প্রতিবেশী ওসমান মাতুব্বরের গোয়াল থেকে একটি গরু চুরি হয়। এই ঘটনায় আরিফুলের বিরুদ্ধে গরু চুরির নাটক সাজিয়ে অভিযোগ আনেন তিনিসহ তার পক্ষের লোকেরা। এ চুরির ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় সালিশ বৈঠক বসে। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আরিফুল পুকুর থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে ওসমান মাতুব্বরসহ দলের লোকেরা ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আরিফের তিন ভাইসহ প্রতিবেশীরা এগিয়ে গেলে তারাও হামলায় শিকার হন।
নিহত আরিফুল পেশায় কৃষক । তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। আরিফুলের স্ত্রী দাবি করেন, তার স্বামী গরু চুরির সাথে জড়িত নয়। জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে।মোহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন, হত্যার কারণ ও হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সহিংসতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..