শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

রাঙ্গাবালীতে খসে পড়েছে লাইব্রেরী কক্ষের পলেস্তারা আতঙ্কে শিক্ষক শিক্ষার্থী

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা,
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে ছাদের নিচের ভীমের অংশের পলেস্তারা খসে পড়েছে। আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে শিক্ষক ও ম্যানেজিং কমিটির মিটিং চলাকালিন সময় খসে পড়েছে পলেস্তারা এতে আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভবনের ভিম ভেঙে রড বেরিয়ে গেছে। প্রায়ই শিক্ষার্থীদের শরীরে খসে পড়েছে পলেস্তরা বালি। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। বিদ্যালয়ে ১১টি শ্রেনি কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ রিমি জানায়, প্রায় ক্লাসে ছাদ থেকে বালি ও পলেস্তারা খুলে পড়ে তাই সব সময় আমরা ভয়ে থাকি। দীর্ঘ সময়েও ভবন সংস্কার না হওয়ায় সকল শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব হোসাইন মাস্টার বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনা সভা চলাকালীন সময়ে বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে ছাদের নিচের ভীমের অংশের পলেস্তারা খসে পড়েছে। এ বিদ্যালয়ে প্রায় ৫শত শিক্ষার্থী রয়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনার কারণে ক্রমশ কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমরা শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কেই পাঠদান করছি। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের ঝুঁকি থেকে বাঁচাতে দ্রæত একটি ভবন নির্মাণ জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর জানান, বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষক বিষয়টি অবহিত করেছেন। বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..