খুলনার পাইকগাছায় প্রতিবছরের ন্যায় এ বছরও নানা আয়োজনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপি ৮ম লক্ষ্মীখোলা উৎসব শুরু করা হয়েছে।
লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল মাঠে লক্ষ্মীখোলা উৎসব কমিটি ৩ দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে স্কুল শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
স্কুল পড়ূয়া শিক্ষার্থী সহ এলাকার সব শ্রেণি পেশার, সব বয়সের মানুষ খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার পাশাপাশি বিনোদনের জন্য উৎসবে স্থান পেয়েছে নাগর দোলা, কালার বোম্ব, ম্যাজিক ও ফানুশ উড়ানো সহ নানা ঐতিহ্যবাহী গ্রামীণ শিল্প।
বুধবার সকালে অধ্যক্ষ আলহাজ্ব কেএম মেছবাহুল ইসলামএর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,হ্যাট্রিক ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য অরুনা বেগম, টিএম হাসানুজ্জামান, জিএম তাজ উদ্দীন আহম্মেদ, আয়োজক কমিটির প্রধান উদ্যোক্তা সাইফুল্যাহ সাইফ।।
বক্তব্য রাখেন, আসলাম পারভেজ, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লামিয়া ও মিতু সরকার।