আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি যোগ দেন ৩১তম বিসিএসের শেখ জোবায়ের আহমেদ। টানা তিন বছর ১১ মাস তিনি আনোয়ারার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। আজ (২৪ জানুয়ারি) তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গোপালগঞ্জের উদ্দেশ্য রওনা হন। আনোয়ারা ছাড়ার আগমুহূর্তে উপজেলাবাসীর ভালোবাসায় কান্নায় ভেঙে পড়েন তিনি।
এর আগে আজ সকাল ১১টার দিকে উপজেলা পরিষদে ফুলের বৃষ্টি দিয়ে এ কর্মকর্তাকে বিদায় জানানো হয়। এসময় উপজেলার সর্বস্তরের মানুষ উপজেলা পরিষদে জড়ো হন।এর আগে প্রশাসনের এই কর্মকর্তার পদোন্নতি উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার অফিসাররা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমসহ উপজেলা পরিষদের সব দপ্তরের কর্মকর্তা, ১১ ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।