শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না

আগুনে পুড়ে বিধ্বস্ত হয়ে গেছে বসত ঘরের আসবাবপত্র

মাসুদ রানা সোহাগ দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রায়নগর এলাকায় মঙলবার রাত আনুমানিক ৭.৩০ মিনিটে বিদুৎ ব্যবহৃত সিলিং ফ্যানের ঝুঁকি অবস্তান ক্যাবল থেকে অগ্নি উৎপত্তি হয় ঐ সময় স্থানীয় এলাকাবাসির সকলের জানাজানি হয় তখন সকলের উপস্থিতিতে দীর্ঘ সময়ের সর্বোচ্চ চেষ্টায় ভিন্ন কৌশল বিনিয়োগ করে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে পুড়ছিল দুটি রুম ছিলো প্রয়োজনীয় বাসস্থলের বেড ও আসবাবপত্র এবং অন্য রুমে ছিলো মৎস্য জালসহ খাদ্যাংশের আসবাবপত্র।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৭ টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের রায় নগর গ্রামে আগুনের সূত্রপাত ঘটে। গ্রামের সর্বস্তরের লোকজনের সহযোগিতায় ঘন্টা ব্যাপি পানি বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন নিয়ন্ত্রণে এলেও সর্বস্থ হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবারটি। আগুন নিয়ন্ত্রণে প্রত্যক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়। ঘরের মধ্যে থাকা মালামাল কিছুই বের করা যায়নি। মালামালের মধ্যে ছিল, ফার্নিচারের আসবাবপত্র হাঁড়ি পাতিল, ধান, চাউল, নগদ টাকা, ঢেউটিন,ইত্যাদি সামগ্রী। প্রয়োজনিয় কাগজ পত্রের সাথে বিল ফিসিংগের জাল ধড়ি সহ ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

বাড়ির গৃহিণী হোসনে আরা বলেন, তিল তিল করে গড়ে তুলা পরিবারটিকে সাজিয়েছি মুহূর্তের মধ্যে আগুন লেগে কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেল। বাড়ির মালিক কামরুজ্জামান বলেন, আগুন আমাকে নিঃস্ব বানিয়ে গেছে। আমি জলমহালের ব্যবসা করি তাই জল মহাল ফিশিং করার জালই কয়েক লাখ টাকার পুড়ে গেছে। সব মিলিয়ে ৮/১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

আগুনের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..