দোয়ারা বর্ডার বাজার থেকে আশার পথে সেতুটি’র সম্মুখে বৃহস্পতিবার রাত ৭.৩০ মিনিটে এ ঘটনা ঘটে আহত ১জন। দুর্ঘটনার পূর্বে ঠিক ঐসময় স্থানীয় এক সিএনজি চালক রোমন মিয়া সেতুটি’র সম্মুখে অতিরিক্ত ওজন বহনকারী অটোরিকশাটি’কে সেতুটি উঠাতে সাহায্য করতে গিয়ে সিএনজি চালক রোমন মিয়া অটোরিকশা নিচে চাপা পড়ে আহত হন, তাৎক্ষণিক স্থানী’রা সিএনজি চালক রোমনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অতিরিক্ত ওজন বহনকারী অটোরিকশাটি সেতুটিতে উঠানো সম্ভব হয়নি তাৎক্ষণিক অটোরিকশাটি পিছনে দিক আসতে লাগে তখন সিএনজি চালক অটোরিকশার বাম পাশে ছিলেন সাথে সাথে দুর্ঘটনা শিকার হন সিএনজি চালক। ঐ সময় সিএনজি চালক’কে প্রাথমিক চিকিৎসা জন্য দোয়ারাবাজার শরীফপুর মসজিদ মার্কেট (মা-বাবা মেডিকেল হল) চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই সেতুটির সম্মুখে সংস্কারের অভাবে প্রতিদিন ভিন্ন ভাবে দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
স্থানীয়’রা বলেন উপজেলা প্রশাসকের কাছে আমাদের দাবি এসব দুর্ঘটনা থেকে মুক্তি পেতে হলে সেতুটির সম্মুখে সংস্কারের প্রয়োজন।