গোলাপগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাজিম উদ্দিন (৪৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার মামুরাখানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নিহত ব্যক্তির পকেটে থাকা এনআইডি কার্ড থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিসের সাথে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। তবে দুর্ঘটনায় ওই ব্যক্তির শরীর বিভিন্ন অংশ থেঁতলে যায়। লাল রঙের গ্লামার মোটরসাইকেলের নাম্বার (সিলেট-হ ১৪-৫১৭৪)।
গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়, এবং মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে