মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
২৮ বছর পর আদালতের রায়ে ওয়ারিশের এক একর ৭৪ শতক জায়গা উচ্ছেদ অভিযান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়, জাতির সম্পদ: সেলিম ফকির মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে: ডিএনসিসি এজাজ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের দাবি ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু মিরপুরে ডিআরএসপি’র আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার ধারের টাকা ফেরত চাইতে গিয়ে খুনের স্বীকার জাজিরা উপজেলার বি,কে,নগর ইউনিয়নের কামরুল চোকদার(২৩) পদত্যাগ করলেন কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য প‌রি‌বেশ বিষয়ক বিধানাবলী-পুস্ত‌কের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে বিয়ের প্রলোভন প্রেমিকাকে ধর্ষণ প্রেমিকের মা আটক,

নোয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে প্রেমিকাকে (১৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকের মা আমেনাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামুনসহ তার তিন স্বজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর পরপরই আমেনাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের মামুনের (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে নিজের তিন সহযোগীকে নিয়ে বিভিন্ন সময় ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন মামুন।

এদিকে গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নিয়ে ফের ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে মামুন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন পালিয়ে যান। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা ভুক্তভোগীর সঙ্গে মামুনের বিয়ে দিতে রাজি হন। কিন্তু একই সঙ্গে তারা কালক্ষেপণ করতে থাকে। অন্যদিকে বিভিন্নভাবে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিতে থাকেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজহার নামীয় আসামি প্রেমিকের মাকে একই দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..