রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ খোকসায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা ১৩৫০ বস্তা জব্দ। বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী ড. ফরিদুজ্জামান ফরহাদ দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের, জানালো বিএনপি শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্

নোয়াখালীতে বিয়ের প্রলোভন প্রেমিকাকে ধর্ষণ প্রেমিকের মা আটক,

নোয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে প্রেমিকাকে (১৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকের মা আমেনাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামুনসহ তার তিন স্বজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর পরপরই আমেনাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের মামুনের (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে নিজের তিন সহযোগীকে নিয়ে বিভিন্ন সময় ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন মামুন।

এদিকে গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নিয়ে ফের ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে মামুন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন পালিয়ে যান। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা ভুক্তভোগীর সঙ্গে মামুনের বিয়ে দিতে রাজি হন। কিন্তু একই সঙ্গে তারা কালক্ষেপণ করতে থাকে। অন্যদিকে বিভিন্নভাবে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিতে থাকেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজহার নামীয় আসামি প্রেমিকের মাকে একই দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..