সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
তারেকের উদ্দেশে ইসি সচিব-‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাতিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত :

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) বিকেলে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোসলেহ উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান, নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজ সহ সাংবাদিক বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির মনিরুজ্জামান দুলাল সহ অন্যান্যরা । খেলাটি ছৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে হারিয়েছে। অপরদিকে বঙ্গবন্ধু বালক দলের নিঝুম দ্বীপ ইউনিয়ন বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়েছে।

এসময় খেলাটি পরিচালনা করেন, রেফারী জুয়েল চন্দ্র দাস, সহযোগী রেফারী জসিম উদ্দিন ও রাসেল। ধারাভাষ্যে ছিলেন এমরান হোসেন ও আমিরুল ইসলাম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোসলেহ উদ্দিন ও সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..