বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বরুড়ায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আর থাকছে না সাত কলেজ নেত্রকোনায় ছাত্রীকে কুপ্র’স্তাবে শিক্ষকের অপসারণ দাবিতে বি’ক্ষোভ শরীয়তপুরের জাজিরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চলাকালে মিলন বেপারী(৫৫) নামের এক ব্যক্তির মৃ’ত্যুর ঘটনা ঘটেছে। নতুন দল গঠনের ব্যাপারে যে বার্তা দিয়েছে – তারেক রহমান ভেজাল ধান বীজে কৃষকের সর্বনাশ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা চেয়ারম্যান-মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ১৬ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে গ্রামের বাড়ি, সাবেক বিডিআর সদস্য আবদুল মতিন জাজিরা উপজেলা সরকারি কর্মচারি ক্লাবের ২১ সদস্যদের নির্বাহী কমিটি গঠন :

হাতিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত :

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) বিকেলে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোসলেহ উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান, নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজ সহ সাংবাদিক বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির মনিরুজ্জামান দুলাল সহ অন্যান্যরা । খেলাটি ছৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে হারিয়েছে। অপরদিকে বঙ্গবন্ধু বালক দলের নিঝুম দ্বীপ ইউনিয়ন বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়েছে।

এসময় খেলাটি পরিচালনা করেন, রেফারী জুয়েল চন্দ্র দাস, সহযোগী রেফারী জসিম উদ্দিন ও রাসেল। ধারাভাষ্যে ছিলেন এমরান হোসেন ও আমিরুল ইসলাম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোসলেহ উদ্দিন ও সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..