খাগড়াছড়ি
জেলার রামগড় সীমান্তে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৫টি গরু আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার রাত ৮টার দিকে রামগড় স্থলবন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন ফেনী নদীর কুল এলাকা থেকে এসব গরু আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় গরু অবৈধভাবে সীমান্ত পার করে রামগড়সহ পাশ্ববর্তী বাগানবাজার ও চিকনছড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের নির্দেশে নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ফেনী নদীর কূল নামক স্থানে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গরুগুলি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃত ১৫টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত অঞ্চলে নানা ধরনের অপরাধ, মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।