গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অনুধর্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার বাজারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় রামজীবন ইউনিয়ন পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশ। নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফলাফল সমান থাকায় টাইব্রেকারে ৪-৫ গোলে রামজীবনকে হারিয়ে পৌরসভা চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, দহবন্দ ইউপি চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, রামজীবন ইউপি চেয়ারম্যান শামসুল হুদা সরকার, পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, পৌন কাউন্সিলর জামিউল ইসলাম জমু, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ। টুর্মেণামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করে।