আকাশ থেকে বিষ্টি পড়ে
ঝমঝম শব্দ করে।
রাতে-দিনে চব্বিশ ঘন্টা
মাঠে ঘাটে ঘরে।
বিষ্টি জলে পুকুর নদীর
দ্রুত বাড়ে পানি।
শাক-সব্জি আর ফসল ডুবে
ডুবে গেরাম খানি।
বানের জলে ভাসতে থাকে
গরু ছাগল বাড়ি।
তীব্র স্রোতে ভেঙে পড়ে
সাঁকো নদীর ধারি।
বানের স্রোতে সব হারিয়ে
কাঁদে কৃষক বানি।
বান ভাসিরে করো সেবা
দিয়ে খাবার মানি।