শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। চবিতে চলছে হল সিলগালা। নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭   সিংড়ায় মাসব্যাপী চলনবিল বৃক্ষরোপণ উৎসবে বিনামূল্যে গাছের চারা বিতরণ পুরাতন সাতক্ষীরায় জমিজমা বিরোধে ৪জনকে পিটিয়ে আহত কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা যারা না জেনে সমালোচনা করেন, তারা মানসিক রোগী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু গৃহকর্মীকে  নির্যাতনের ঘটনায় দম্পতি গ্রেফতার। সাভারে চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বাড়ির কেয়ারটেকারকে প্রকাশ্যে শ্বাসরোধে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

নারায়ণগঞ্জের
রূপগঞ্জ উপজেলার ভিংরাবো এলাকার এডভোকেট সুনিল মালাকারের বাড়ির কেয়ারটেকার জয়দেব সরকারকে (৫৬) গতকাল ২০ মে শুক্রবার বিকেল ৪টায় প্রকাশ্যে দিবালোকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জয়দেব সরকারের মেয়ে তৃষ্ণা রাণী সরকার বাদী হয়ে দুইজনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ জানায়, রূপগঞ্জের ভিংরাবো এলাকার এডভোকেট সুনিল সরকারের গ্রামের বাড়ির কেয়ারটেকার হিসেবে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বটবাড়ি এলাকার জয়দেব সরকার তার পরিবারের সদস্যদের নিয়ে বসবার করে আসছিলেন। গতকাল ২০ মে শুক্রবার ভিংরাবো গ্রামের অটোরিক্সা চালক মাহবুবের স্ত্রী রোকেয়া বেগম (৩৮) ও তার ছেলে সিয়াম (১৮) সুনিল সরকারের বাড়ির গাছের আম চুরি করার সময় জয়দেব সরকার বাধা দেয়। এসময় তাদের সঙ্গে জয়দেব সরকারের বাক্-বিতন্ডা হয়। এক পর্যায়ে মাহবুবের স্ত্রী রোকেয়া বেগম ও সিয়াম বাড়ির কেয়ারটেকার জয়দেব সরকারের গলায় চেপে ধরেন। তখন জয়দেব সরকার মাটিতে লুটে পড়েন। জয়দেব সরকারের ডাক চিৎকারে তার স্ত্রী ও কণ্যাসহ আশপাশের লোকজন ছুটে আসলে ঘাতকরা পালিয়ে যায়। পরে জয়দেব সরকারকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়দেব সরকারের লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, জয়দেব সরকারের মেয়ে তৃষ্ণা রাণী সরকার বাদী হয়ে রোকেয়া বেগম ও তার ছেলে সিয়ামকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..