বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না

পদ্মা সেতুতে চলাচলের জন্য যানবাহনের ও টোলের হার চূড়ান্ত করেছে সরকার।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

পদ্মা সেতুতে বাসের টোল ২৪০০ টাকা, মোটরবাইকে যেতে লাগবে ১০০ টাকা

মঙ্গলবার (১৭ মে) গেজেট আকারে প্রকাশিত এক প্রজ্ঞাপনে নির্ধারিত টোলের হার জানানো হয়। এ আদেশ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।

পদ্মা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এছাড়া কার ও জিপের জন্য ৭৫০ টাকা, পিকআপ ভ্যানের জন্য ১২০০ টাকা, মাইক্রোবাসের জন্য ১৩০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম আসন সম্পন্ন) এর জন্য ১৪০০ টাকা, মাঝারি বাস (৩২ বা এর বেশি আসন সম্পন্ন) এর জন্য ২০০০ টাকা এবং বড় বাস (৩ এক্সেল) ২৪০০ টাকা।

প্রজ্ঞাপনের আরও জানানো হয়েছে, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) এর জন্য নির্ধারিত টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) ২১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন পর্যন্ত) ২৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

এ সময় সেতুমন্ত্রী বলেন, কেউ কেউ অতি উৎসাহে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এত অধৈর্য হবেন না। পদ্মাসেতু উদ্বোধনের চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা। আমরা সেতু বিভাগ থেকে সারসংক্ষেপ পাঠাচ্ছি, দিন ঠিক করার জন্য। ইনশাআল্লাহ আগামী জুন মাসে পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হবে। জুনেই পদ্মা সেতু চালু করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..