শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় রেল ক্রসিং এ গেটের দাবিতে অবরোধ ভোগান্তি ট্রেনের যাত্রী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ অর্জন এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী এইচএসসিতে পাসের হারে ধস, কমেছে প্রায় ১৯ শতাংশ ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল সেপ্টেম্বর / ২০২৫ মাসের কর্ম মুল্যায়নে নরসিংদী জেলার শ্রেষ্ঠ এস আই ( নি:) ইউসুফ আহম্মেদ। মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক লোহাগড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবেশীর দেয়াল নির্মাণ, চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্মশুদ্ধির পথ খুঁজি – সৈয়দুল ইসলাম

সৈয়দুল ইসলাম (সুনামগঞ্জ)
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

শূন্য হাতে কেঁদে কেঁদে এসেছি
সুন্দর সুবিশাল এই ভবে,
পেয়েছি আদর, স্নেহ ভালোবাসা না চাওয়া সুখের নদী।
অভাব কী বুঝিনি?
তারপরও বড়োর সম্মান খুঁজিনি।
করেছি কতো ঢঙ, ধরেছি খারাপ সঙ
ঘৃণা করে আজ পরিবার সমাজ
লেগে আছে গায়ে কালিমার রঙ।
সুখের দেখা পেয়ে অমানুষ হয়ে
অবিচার করেছি কতো,
দেখিনি ভেবে জীবনের কী হবে?
অভিশাপের অনলে পুড়ছি অবিরত।
এটাই কী জীবন?
না, না, না এটা কোন জীবন হতে পারেনা।
ভুল করে ফেলেছি
মনের খাতায় যোগ-বিয়োগ করে দেখিনি কভু,
ভাবিনি ঐ পরোজীবনের কথা,
যে জীবনে নিহিত রয়েছে চিরস্থায়ী সুখ, রয়েছে পরম শান্তি।
একবারও কী ভাবি? কী করছি আর কী করতে হবে?
টাকাকড়ি, ধন গরিমার অহংকার করি,
কর্ম ছেড়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি,
কী লাভ? কেন করি এসব?
এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না
শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাবো।
এসো হে ভাই, এসো এসো
আত্মশুদ্ধির পথ খুঁজি,
কর্মের মাধ্যমে ধর্মকে বুঝি,
আর তাতেই পরোজীবনের শান্তির ঠিকানা পাওয়া সম্ভব হবে।

ঠিকানা:

হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..