শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ লোহাগড়ায় প্রচন্ড গরমে ৭ জন শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা 

আত্মশুদ্ধির পথ খুঁজি – সৈয়দুল ইসলাম

সৈয়দুল ইসলাম (সুনামগঞ্জ)
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

শূন্য হাতে কেঁদে কেঁদে এসেছি
সুন্দর সুবিশাল এই ভবে,
পেয়েছি আদর, স্নেহ ভালোবাসা না চাওয়া সুখের নদী।
অভাব কী বুঝিনি?
তারপরও বড়োর সম্মান খুঁজিনি।
করেছি কতো ঢঙ, ধরেছি খারাপ সঙ
ঘৃণা করে আজ পরিবার সমাজ
লেগে আছে গায়ে কালিমার রঙ।
সুখের দেখা পেয়ে অমানুষ হয়ে
অবিচার করেছি কতো,
দেখিনি ভেবে জীবনের কী হবে?
অভিশাপের অনলে পুড়ছি অবিরত।
এটাই কী জীবন?
না, না, না এটা কোন জীবন হতে পারেনা।
ভুল করে ফেলেছি
মনের খাতায় যোগ-বিয়োগ করে দেখিনি কভু,
ভাবিনি ঐ পরোজীবনের কথা,
যে জীবনে নিহিত রয়েছে চিরস্থায়ী সুখ, রয়েছে পরম শান্তি।
একবারও কী ভাবি? কী করছি আর কী করতে হবে?
টাকাকড়ি, ধন গরিমার অহংকার করি,
কর্ম ছেড়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি,
কী লাভ? কেন করি এসব?
এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না
শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাবো।
এসো হে ভাই, এসো এসো
আত্মশুদ্ধির পথ খুঁজি,
কর্মের মাধ্যমে ধর্মকে বুঝি,
আর তাতেই পরোজীবনের শান্তির ঠিকানা পাওয়া সম্ভব হবে।

ঠিকানা:

হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..