রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে শিক্ষকদের সঙ্গে এমপি মাশরাফির মতবিনিময় সিংড়ায় পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের অভিযোগে- পিতা গ্রেপ্তার  রাজধানীতে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত বাঁশখালীতে প্রাইমারী শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধু বিষয়ক বই বিতরণে, “চট্টগ্রাম জেলা পরিষদ, পাইকগাছার কপিলমুনি বাজার মনিটরিং করেছেন -ইউএনও আল-আমিন সিরাজগঞ্জে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম. হারুন অর রশীদ এর স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির বিরুদ্ধে সদস্যদের অনাস্থা ও সংবাদ সম্নেলনঃ প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন  সাভারে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে জনসংযোগ করেছেন তুহিন

নড়াইলে লাহুড়িয়া অসামাজিক কাজে লিপ্ত থাকায় মাদ্রাসা শিক্ষক আটক।

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ব্যবসায়ী পাড়ার সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকায় একই গ্রামের মাদ্রাসার হাফেসকে লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়,লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়া সৌদি প্রবাসী মুন্নাফ বিশ্বাসের স্ত্রীর দুই সন্তানরে জননী ব্যবসায়ী পাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও নড়াইল সদর উপজেলার ঘোড়াখালী গ্রামের গোলাম রব্বানীর ছেলে গোলাম আজম(৩৫) এর সাথে ৩ বছর যাবত ওই প্রবাসীর স্ত্রীর পরকীয়া সর্ম্পক চলে আসছিল।
এই নিয়ে পারিবারিক ভাবে কয়েকবার শালিস বৈঠাক হয়। তাতে কোনে ফল হয়নাই। হাফেজ গোলাম আজম তার অশ্লীল ভিডিও কথা বলে তাকে একাধিকবার তার ইচ্ছার বরিুদ্ধে শারিরীক সর্ম্পক গড়ে তোলে। এভাবেই সে প্রতিনিয়ত ওই প্রবাসীর স্ত্রীর সাথে তার বাড়িতে যায়ে শারিরিক সর্ম্পক করতো।
রোববার ৬ ফব্রেুয়ারি রাত আনুমানকি ১ টার সময় ওই প্রবাসীর স্ত্রীর ঘরের মধ্যে অসামাজকি কাজে লিপ্ত থাকা অবস্থায় হাফেজ গোলাম আজমকে ওই প্রবাসীর ছোট ভাই সাহা জামাল বিশ্বাস টের পেয়ে তাকে হাতেনাতে ধরে লাহুড়িয়ার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। এসময় প্রবাসীর ভাই সাহা জামাল সাংবাদিকদের বলেন র্দীর্ঘদীন যাবৎ এই লম্পট হাফেজ আমার ভাইয়ের স্ত্রীর সংঙ্গে শারিরিক সর্ম্পক করে আসছে আমরা এই লম্পট হাফেজ এর কঠিন বিচার চাই।
এদিকে স্হানীয় কিছু গন্যমান্য ব্যাক্তিরা দফা রফা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চষ্টো করে। তখন এবিষয়টি এলাকায় চাউর হলে পুলশি তাদের দুইজনকে আদালতে প্ররেণ করে। এবষিয়ে লাহুড়িয়া পুলশি ক্যাম্প ইনর্চাজ এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন অভিযুক্ত দুই জনকে আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..