প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত না হলে আওয়ামী লীগ ১৩ বছর ক্ষমতায় থাকতে পারতো না, এ বাস্তবতা সবাইকেই মানতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তারাই আজ নির্বাচনের বিষয়ে প্রশ্ন তুলছে। সাজাপ্রাপ্ত হলেও দয়া করে যাদের বাসায় থাকতে দিয়েছি, তারাই দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এই আলোচনা সভায় দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা।
জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, খুনি এবং যুদ্ধাপরাধীদের নিয়ে যারা দল গঠন করেছে তারাই দেশবিরোধী প্রচারণা চালাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে স্বার্থান্বেষী মহল দেশে বসেই ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
এছাড়া চলমান পরিস্থিতি বিবেচনায় দলীয় কর্মীদের মাস্ক ব্যবহারের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।