বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার

রাজশাহীর ভাতিজার দায়ের কোপে চাচা নাজিম উদ্দিন শাহ খুন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

রাজশাহীর মোহনপুরে ভাতিজার দায়ের কোপে নাজিম উদ্দিন শাহ (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। এলাকাবাসীর সহায়তায় ভাতিজা নাসির উদ্দিন শাহকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মোহনপুর থানার এসআই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সকালে নাজিম উদ্দিন শাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তার ভাই নাজু শাহর ছেলে নাসির উদ্দিন শাহ। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নাজিম শাহর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বছর খানেক আগে নাসির উদ্দিন শাহ তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করেন। ওই সময় নাজু শাহ বেশ কিছু দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাজু শাহ সুস্থ হয়ে ফিরে এসে ছেলে নাসির শাহের নামে মামলা করেন। সেই মামলার সাক্ষী ছিলেন নাজু শাহের ভাই নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেওয়ায় চাচার ওপরে ক্ষুব্ধ ছিলেন ভাতিজা নাসির শাহ। এরই জেরে এ হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। অন্য কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..