বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
৮ম শ্রেণির শিক্ষার্থীকে যৌননিপীড়নে ৪ বখাটের বিরুদ্ধে অভিযোগ বিদায় সংবর্ধনার আয়োজন করলো সা’দত কলেজ শিক্ষক পরিষদ লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম কালবৈশাখীর তাণ্ডব: গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু বিশ্ব ধরিত্রী দিবসে বাপা ও ক্যাপস এর “পরিবেশ সংস্কার কমিশন গঠন করাসহ ৯ দফা সুপারিশ” লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সা’দত কলেজ ছাত্রদল গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা, কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে নেত্রকোণায় সেচপাম্প নিয়ে দ্বন্ধে ভাই-ভাতিজার মারধরে আ.লীগ নেতা নিহত নেত্রকোণার হাওরে বোরো ধানের বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়াবে

রাজশাহীর ভাতিজার দায়ের কোপে চাচা নাজিম উদ্দিন শাহ খুন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

রাজশাহীর মোহনপুরে ভাতিজার দায়ের কোপে নাজিম উদ্দিন শাহ (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। এলাকাবাসীর সহায়তায় ভাতিজা নাসির উদ্দিন শাহকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মোহনপুর থানার এসআই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সকালে নাজিম উদ্দিন শাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তার ভাই নাজু শাহর ছেলে নাসির উদ্দিন শাহ। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নাজিম শাহর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বছর খানেক আগে নাসির উদ্দিন শাহ তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করেন। ওই সময় নাজু শাহ বেশ কিছু দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাজু শাহ সুস্থ হয়ে ফিরে এসে ছেলে নাসির শাহের নামে মামলা করেন। সেই মামলার সাক্ষী ছিলেন নাজু শাহের ভাই নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেওয়ায় চাচার ওপরে ক্ষুব্ধ ছিলেন ভাতিজা নাসির শাহ। এরই জেরে এ হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। অন্য কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..