সারাদেশের আদালতে বিচারক ও আইনজীবীদের কালো কোট-গাউন পরার নির্দেশনা
অধস্তন আদালত,ট্রাইব্যুনালসমূহের বিচারক এবং আইনজীবীদের মামলা পরিচালনার সময় আগামী রোববার (৩১ অক্টোবর) থেকে কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।বৃহস্পতিবার(২৮অক্টোবর)এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে অধস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহের বিচারকবৃন্দ ও আইনজীবীবৃন্দ মামলা পরিচালনার সময় ক্ষেত্রমতে সাদা শার্ট বা সাদা শাড়ি সালোয়ার কামিজ ও সাদা নেকব্যান্ড কালো টাই ও কালো কোট শেরওয়ানী এবং গাউন পরিধান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশ আগামী ৩১ অক্টোবর রোববার থেকে কার্যকর হবে