নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও ব্যাবসায়ী রোজীয়া সুলতানা চামেলি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক প্রদত্ত ড. বিশ্বাস শাহীন কর্তৃক ০৭/১০/২১ ইং তারিখে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোজিয়া সুলতানা চামেলি লক্ষীপাশা গ্রামের শিক্ষক আব্দুর রউফ এর কন্যা, মশাঘুনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শিক্ষক মোঃ শাহিদুর রহমানের পুত্রবধু ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাহফুজুর রহমানের স্ত্রী। চামেলি ঐ স্কুলেরই একজন মেধাবী ছাত্রী ছিলেন। তিনি আগামী ২ নভেম্বরে অনুষ্ঠিতব্য লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।