সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি, আকাশসীমা বন্ধ করল মধ্যপ্রাচ্যের ৪ দেশ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা

নড়াইলে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

নড়াইল কেন্দ্রীয় টাউন কালী বাড়ী মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২:০০ ঘটিকায় প্রস্তুতি মূলক সভা-২০২১ অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সভাপতি শ্রী অশোক কুমার কুন্ডু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক নড়াইল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার),পুলিশ সুপার নড়াইল; প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জনাব সুভাষচন্দ্র বোস। সভায় জেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শন্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।
সম্মানিত বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে এবং এ উপলক্ষে আইনশৃংখলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
পরিশেষে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..