মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
২৮ বছর পর আদালতের রায়ে ওয়ারিশের এক একর ৭৪ শতক জায়গা উচ্ছেদ অভিযান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়, জাতির সম্পদ: সেলিম ফকির মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে: ডিএনসিসি এজাজ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের দাবি ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু মিরপুরে ডিআরএসপি’র আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার ধারের টাকা ফেরত চাইতে গিয়ে খুনের স্বীকার জাজিরা উপজেলার বি,কে,নগর ইউনিয়নের কামরুল চোকদার(২৩) পদত্যাগ করলেন কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য প‌রি‌বেশ বিষয়ক বিধানাবলী-পুস্ত‌কের মোড়ক উন্মোচন

নড়াইলে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

নড়াইল কেন্দ্রীয় টাউন কালী বাড়ী মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২:০০ ঘটিকায় প্রস্তুতি মূলক সভা-২০২১ অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সভাপতি শ্রী অশোক কুমার কুন্ডু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক নড়াইল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার),পুলিশ সুপার নড়াইল; প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জনাব সুভাষচন্দ্র বোস। সভায় জেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শন্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।
সম্মানিত বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে এবং এ উপলক্ষে আইনশৃংখলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
পরিশেষে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..