বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ধর্মপাশা ও নেত্রকোনায় ৩৮টি শাখা কেন্দ্রে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে পুরো বাংলাদেশ চোরমুক্ত হবে”- সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম রায়পুরে ডেভিড হান্ড অপারেশনে গ্রেফতার তিন। মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার সিইউএফ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। নোয়াখালীতে  অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যানসহ  আটক ৭ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)   বরখাস্ত হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১নৌযানে আ’গুন

নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল আজ(২৬সেপ্টেম্বর) সকাল ০৮ ঘটিকায় নড়াইল জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) জনাব এস এম কামরুজ্জামান পিপিএম সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্স।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, জনগণের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে এবং ডিউটির সময় জনগণের সঙ্গে কোন প্রকার খারাপ ব্যবহার করা যাবে না। যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে তাৎক্ষণিকভাবে ভিডিও করার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে অবৈধ হাতিয়ার উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
সরকারি ডিউটি পালন শেষে নিজেদের ফ্যামিলির খোঁজ খবর নিতে হবে, প্রয়োজন হলে ছুটেতে গিয়ে ফ্যামিলির সঙ্গে সময় দিয়ে আসবে। কোন পুলিশ সদস্য ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবে না। হেলমেট ছাড়া গাড়ি চালালে দুর্ঘটনা হলে আপনার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে। তাই সবাইকে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, ড্রেসআপ, টার্নআউট মানসম্মত হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন এবং ভালো কাজের জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..