শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল আজ(২৬সেপ্টেম্বর) সকাল ০৮ ঘটিকায় নড়াইল জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) জনাব এস এম কামরুজ্জামান পিপিএম সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্স।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, জনগণের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে এবং ডিউটির সময় জনগণের সঙ্গে কোন প্রকার খারাপ ব্যবহার করা যাবে না। যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে তাৎক্ষণিকভাবে ভিডিও করার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে অবৈধ হাতিয়ার উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
সরকারি ডিউটি পালন শেষে নিজেদের ফ্যামিলির খোঁজ খবর নিতে হবে, প্রয়োজন হলে ছুটেতে গিয়ে ফ্যামিলির সঙ্গে সময় দিয়ে আসবে। কোন পুলিশ সদস্য ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবে না। হেলমেট ছাড়া গাড়ি চালালে দুর্ঘটনা হলে আপনার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে। তাই সবাইকে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, ড্রেসআপ, টার্নআউট মানসম্মত হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন এবং ভালো কাজের জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..