নড়াইলের লোহাগড়ায় দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং দরিদ্র মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এল জি এসপি -৩ প্রকল্পের অধীন সোমবার ( ৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ৩০ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং দরিদ্র ৬০ জন মহিলার মাঝে সেলাই মেসিন বিতরন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফকরুল হাসান, এলজিএসপি-৩ প্রকল্পের নড়াইলের কো – অর্ডিনেটর ফারজানা মুস্তাহিদ, সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বনী আমীন, নীনা ইয়াসমীন, নড়াইল জেলা ইউনিয়ন পরিষদ সচিব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আরব আলী , পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইল জেলার সমন্বয়ক শরিফুজ্জামান লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান প্রমুখ