সংবাদদাতাঃ নড়াইলের লোহাগড়ায় প্রতিনিয়তই চলছে পাখি নিধন। পাখি শিকারীরা বন্দুক, এয়ারগান ও দেশীয় তৈরি গুলতি দিয়ে এসব পাখি শিকার করছে। শিকারীরা দিনের বেলায় বিভিন্ন বিল ঝিল,ডুবা, নদীর পাড়, বাগান থেকে বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি শিকার করে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া পৌরসভার ছাতরা এলাকা থেকে স্থানীয় ভাবে তৈরি গুলতি দিয়ে শিকার করা মৃত ২৬৫ টি শালিক ও চড়ুই পাখি উদ্ধার করে। পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস লোহাগড়া উপজেলা শাখার সহ-সমন্বয়ক ও পৌর মেয়র আশরাফুল আলম জানান, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পাখি শিকারীদেরকে সকলেই সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমারা অভিযান পরিচালনা করি, চতুর শিকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে শিকার করা মৃত পাখিগুলো রেখে পালিয়ে যায়। শিকারীদের গ্রেফতার করতে না পারলেও চুরা পাখি শিকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।