বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক!

মান্দা গৃহবধূ ধর্ষণের অভিযোগে ৪ জনকে আসামি করে থানায় মামলা।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

নওগাঁর মান্দায় পরানপুর ইউনিয়নে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ (৩৫)। বুধবার বিকেলে চারজনকে আসামি করে মান্দা থানায় এই মামলা দায়ের করেন তিনি।

মামলার আসামিরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়নের দাওয়াইল গ্রামের জুয়েল রানা (৩৫), হলুদঘর গ্রামের রতন মিয়া (৩২), একই গ্রামের শাহজাহান আলী (৩২) ও আব্দুল হান্নান (৪০)।

মামলার এজহারে বলা হয়েছে, গৃহবধূর স্বামী একজন ভ্যানচালক। পরিবারে বাড়তি আয়ের জন্য কয়েক বছর আগে তার স্বামী তাকে একটি চায়ের দোকান করে দেন। দোকানটি তাদের বসতবাড়ির সঙ্গেই অবস্থিত। দোকানের নিয়মিত গ্রাহক হওয়ায় দাওয়াইল গ্রামের জুয়েল রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভালোবাসার একপর্যায়ে ওই গৃহবধূকে জুয়েল একাধিকবার ধর্ষণ করেন। জুয়েল এই ঘটনা তার বন্ধু রতনের কাছে প্রকাশ করেন। রতন তাদের সম্পর্কের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরবর্তীতে জুয়েল ও রতনের মাধ্যমে শাহজাহান আলী ও আব্দুল হান্নান ঘটনাটি জেনে যায়। জুয়েল ও রতনের সঙ্গে গৃহবধূর সম্পর্কে কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে শাহজাহান ও হান্নান গৃহবধূকে কুপ্রস্তাব দেন। উপায় না দেখে গৃহবধূ তার স্বামীর কাছে ঘটনা খুলে বলেন। স্বামীর পরামর্শ অনুযায়ী তিনি বুধবার ধর্ষণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ওই চার ব্যক্তির নামে মান্দা থানায় মামলা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, ধর্ষণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..