শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। চবিতে চলছে হল সিলগালা। নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭   সিংড়ায় মাসব্যাপী চলনবিল বৃক্ষরোপণ উৎসবে বিনামূল্যে গাছের চারা বিতরণ পুরাতন সাতক্ষীরায় জমিজমা বিরোধে ৪জনকে পিটিয়ে আহত কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা যারা না জেনে সমালোচনা করেন, তারা মানসিক রোগী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু গৃহকর্মীকে  নির্যাতনের ঘটনায় দম্পতি গ্রেফতার। সাভারে চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

নড়াইলে ১৫ ও ২১ আগষ্টে নিহতদের স্মরণে মৎস্যজীবি লীগের নানা আয়োজন।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

নড়াইলে ১৫ ও ২১ আগষ্টে নিহতদের স্মরণে মৎস্যজীবি লীগের নানা আয়োজন।

শরিফুজ্জামান, নড়াইল সংবাদদাতা।।
১৫ আগষ্টের শোক পালন এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নড়াইল জেলা মৎস্য লীগ মঙ্গলবার বিকেলে নড়াইল পৌর সভার উজিরপুর হাটখোলা স্কুল মাঠে স্মরণ সভা,দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন,আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো.সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.তরিকুল ইসলাম উজ্জল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব মো.শামীম আতিক, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, শাহাবাদ ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি মাহামুদ খান।
প্রধান অতিথির বক্তব্যে আনজুমান আরা আজকের এই দিনের ইতিহাস বর্ণনা করে বলেন , সেদিন পাকিস্তানের দোসরদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কুখ্যাত মোস্তাক ,তাহের উদ্দীন ঠাকুরগংরা জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল । শুধু তাই নয় স্বাধীনতার ৪০ বছর পর বিএনপি জামাতের নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল । এদের প্রেতাত্মারা দেশের আনাচে-কানাছে ঘুরে বেড়াচ্ছে । দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ফেলার জন্য সব সময় তৎপর রয়েছে । তাদের মোকাবেলা করার জন্য স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হ্ওয়ার আহবান জানান ।
অনুষ্ঠান শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..