বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
৮ম শ্রেণির শিক্ষার্থীকে যৌননিপীড়নে ৪ বখাটের বিরুদ্ধে অভিযোগ বিদায় সংবর্ধনার আয়োজন করলো সা’দত কলেজ শিক্ষক পরিষদ লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম কালবৈশাখীর তাণ্ডব: গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু বিশ্ব ধরিত্রী দিবসে বাপা ও ক্যাপস এর “পরিবেশ সংস্কার কমিশন গঠন করাসহ ৯ দফা সুপারিশ” লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সা’দত কলেজ ছাত্রদল গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা, কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে নেত্রকোণায় সেচপাম্প নিয়ে দ্বন্ধে ভাই-ভাতিজার মারধরে আ.লীগ নেতা নিহত নেত্রকোণার হাওরে বোরো ধানের বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়াবে

রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

 

আজ রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম নাইচ খাতুন (২২)। তিনি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে

 

গৃহবধূ নাইচ খাতুন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা পুকুরে গেলে গৃহবধূকে পানিতে ডুবে থাকতে দেখেন। এসময় লোকজন পুকুরের পানি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।নিহত গৃহবধূর স্বামী নজরুল ইসলাম বলেন, তিন মাস আগে তাঁদের একটি কন্যা সন্তান হয়।

 

ওই সন্তানকে রেখে পুকুরে গোসল করতে গিয়ে তাঁর স্ত্রী পানিতে ডুবে মারা যায়। তাঁর স্ত্রী অসুস্থ ছিল বলে জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজন কুমার সরকার বলেন, নাইচ খাতুন অসুস্থ ছিলেন। এই কারণে পানিতে ডুবে মারা গেছেন। থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পানিতে ডুবে গৃহবধূর মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসুস্থতার কারণে গৃহবধূ পানিতে ডুবে মারা গেছেন বলে জানতে পেরেছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..