আজ রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম নাইচ খাতুন (২২)। তিনি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে
গৃহবধূ নাইচ খাতুন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা পুকুরে গেলে গৃহবধূকে পানিতে ডুবে থাকতে দেখেন। এসময় লোকজন পুকুরের পানি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।নিহত গৃহবধূর স্বামী নজরুল ইসলাম বলেন, তিন মাস আগে তাঁদের একটি কন্যা সন্তান হয়।
ওই সন্তানকে রেখে পুকুরে গোসল করতে গিয়ে তাঁর স্ত্রী পানিতে ডুবে মারা যায়। তাঁর স্ত্রী অসুস্থ ছিল বলে জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজন কুমার সরকার বলেন, নাইচ খাতুন অসুস্থ ছিলেন। এই কারণে পানিতে ডুবে মারা গেছেন। থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পানিতে ডুবে গৃহবধূর মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসুস্থতার কারণে গৃহবধূ পানিতে ডুবে মারা গেছেন বলে জানতে পেরেছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।