মৌলভীবাজারে মোটরসাইকেলসহ দেবাশীষ ভট্টাচার্য টিংকু নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজারে ভুয়া ডিবি পুলিশ আট
সোমবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে শহরের দরগা মহল্লাহ এলাকার সালাউদ্দিন নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে আটক করা হয়। টিংকু সিলেটের আগপাড়া এলাকার দিলীপ কুমার ভট্টাচার্যের ছেলে।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিনুল হক।
জানা যায়, দুপুরের দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের ভটের ফার্মেসির সামনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তির মোটরসাইকেল আটক করে।
এ সময় মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। তখন সালাউদ্দিন মোটরসাইকেলের কাগজপত্র বাসায় রয়েছে জানালে সে অন্য আরেকটি মোটরসাইকেল যোগে তার বাসায় যায়।
এরপর টিংকু সেখানে উপস্থিত হয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা জানালে বাসার সবাইকে গালিগালাজ করতে থাকে। এতে সন্দেহ হলে বাসার লোকজন ডিবি পুলিশকে খবর দেয়। ডিবি পুলিশ এসে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ডিবি শাখার ইনচার্জ অফিসার মোহাম্মদ বদিউজ্জামান জানান, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ভুয়া ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।