করোনার চোখ রাঙানোর মধ্যেও কাজ চলেছে। শেষ হয়েছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’ সিনেমার শুটিং। এবারে টার্গেট ভালো কোনো একটি ওটিটি প্লাটফর্ম। সেখানে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির নতুন ওয়েব সিরিজ।
টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘গাঙ্গুবাই’র সেটকেই একটু অন্যভাবে সাজিয়ে ‘হীরা মান্ডি’র কাজ শুরু করছেন পরিচালক। এমনকি কিছুদিনের মধ্যে শুটিংও শুরু হয়ে যাবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।
ওয়েব সিরিজটির প্রযোজক সঞ্জয়। পরিচালনার দায়িত্ব দিয়েছেন বিভু পুরিকে।
শোনা যাচ্ছে, ‘হীরা মান্ডি’ সিরিজে সোনাক্ষী সিনহা, নিমরাত কৌর, সায়নি গুপ্ত এবং মনীষা কৈরালা অভিনয় করতে চলেছেন। তবে এখনও প্রযোজক কিংবা অভিনেত্রীরা এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ।
এদিকে ‘গাঙ্গুবাই’র শুটিং শেষ করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে লেখেন, ২০১৯ সালের ৮ ডিসেম্বর গাঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলাম। দুই বছর পর ছবিটি শেষ করলাম।
এই ছবিটি দু’টি লকডাউনের সম্মুখীন হয়েছে। দু’টি সাইক্লোন দেখেছে। পরিচালক এবং অভিনেতারা করোনা আক্রান্ত হয়েছেন। সমস্ত সমস্যা অতিক্রম করেছি একজোট হয়ে। প্রত্যাশাও তাই অনেক বেশি।’
সঞ্জয় লীলা বনসালিকে ‘স্যার’ সম্বোধন করে আলিয়া বলেন, ‘আমার জীবনের স্বপ্ন ছিল স্যারের নির্দেশনায় কাজ করা। সত্যিই জীবন বদলে দিল এই ছবিটি। শুটিং চলাকালীন যা শিখেছি, তা সারা জীবনে শিখতে পারতাম না। দু’ বছর আগে একেবারে অন্য মানুষ ছিলাম। আজ সম্পূর্ণ অন্য মানুষ। আই লাভ ইউ স্যার।’