যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় আজ (শুক্রবার) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে মডার্নার তৈরি করোনা টিকা। প্রায় একই সময়ে চীন থেকে কেনা সিনোফার্মের টিকাও দেশে চলে আসবে।
এ দুই ধরনের টিকা আসার খবর নিঃসন্দেহে আশাব্যঞ্জক হলেও ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন অনেক মানুষ। তাদের প্রশ্ন, কবে আসবে অ্যাস্ট্রাজেনেকার টিকা? কয়েক সপ্তাহ আগে মজুত শেষ হওয়ার ঘোষণা দেয়া হলেও এখনও খুব অল্প সংখ্যায় এ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারও সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেন ৭০১ জন। তাদের মধ্যে পুরুষ ৪৫৮ জন ও নারী ২৪৩ জন। এ নিয়ে দেশে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৮৯ হাজার ৯১৩ জনে। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪০ হাজার ৫৯২ জন ও নারী ১৫ লাখ ৪৯ হাজার ৩১৯ জন।
প্রথম ডোজের মোট টিকাগ্রহণকারীর সংখ্যা ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। সে হিসেবে এখনও ১৫ লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা নেয়া বাকি রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তারা এ টিকা সংগ্রহের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার মোট ২৫ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দেয়। এ উপহারের প্রথম চালান (১২ লাখ ডোজ) এবং শনিবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় চালান (১৩ লাখ ডোজ) ঢাকায় পৌঁছবে। একইভাবে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চীন থেকে ঢাকা পৌঁছাবে সিনোফার্মের ১২ লাখ টিকা। এ কোম্পানির আরও ৯ লাখ টিকা দেশে আসবে শনিবার ভোর ৫টায়। এই দুই কোম্পানির টিকা মিলে মোট ৪৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ।
এর আগে গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর। মডার্নার টিকাটি গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহারের তালিকায় যুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ টিকা ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য।