করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই লকডাউনে জরুরি সেবা বাদে বন্ধ থাকবে। সব ধরণের সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতষ্ঠান। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। শিল্পকারখানা। আজ বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬ টা থেকে পরবর্তী ৭ দিনের জন্য এই লকডাউন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে সেখানে। কঠোর এই লকডাউন বাস্তবায়ন করতে, পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মাঠে থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। লকডাউন চলাকালীন জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।